রাস্তা পার হচ্ছিল ৩০ ফুটের অজগর

 


ODD বাংলা ডেস্ক: রাস্তার এ পার থেকে ও পারে চলে গিয়েছে। মাথা-মুখ কোনোটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে।

লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মিলল ভারতের ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়। সাপটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। স্থানীয়রা ভারতের একাধিক গণমাধ্যমকে জানায়, শুক্রবার রাতে কাঠিগুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে।


সাপটিকে দেখার পরই স্থানীরা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বনকর্মীরা।


স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.