সানস্ক্রিন কিনতে গিয়ে হয়রান? রান্নাঘরেই রয়েছে এই কয়েকটি উপাদান- ব্যবহার করুন, ট্যান সরান, পয়সা বাঁচান...



ODD বাংলা ডেস্ক: বৈশাখ পড়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কালবৈেশাখীর দেখা নেই৷ দাবদাহে পুড়ছে শহর৷ তা বলে বাড়িতে বসে থাকলে তো চলবে না৷ বাইরে যেমন বের হতে হবে তেমনই আবার ত্বকের যত্নও নিতে হবে৷


বাড়িতেই সব সময় থাকে টোম্যাটো৷ তবে এর উপযোগিতা আমরা অনেকেই জানি না৷ রোদে পোড়া অংশে টোম্যোটো কেটে লাগালে ত্বকের ক্ষতি অনেকটাই রোধ করা যায়৷


রোদে পোড়া ত্বকে মধু লাগিয়ে রাখতে পারেন৷ এটি ট্যান দূর করতে সাহায্য করে৷


ত্বকে কখনওই গরম জল দেবেন না৷ চেষ্টা করুন সবসময়েই ঠান্ডা জল দেওয়ার৷


টি ব্যাগ ট্যান দূর করতে সাহায্য করে৷ টি ব্যাগ ঠান্ডা করে ত্বকের ট্যান পড়া অংশে প্রয়োগ করুন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.