গরম বাড়ছে, সানস্ক্রিন কেনার আগে যা যাচাই করবেন



 ODD বাংলা ডেস্ক: গরমকালে ব্যবহার করার জন্য সানস্ক্রিন অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু। রোদের হাত থেকে ত্বককে বাঁচাতে এর কোনও তুলনা হয় না। কিন্তু সানস্ক্রিন কেনার আগে কয়েকটি জিনিস ভালো করে দেখে নেওয়া দরকার। না হলে বেশি দাম দিয়ে কেনার পরেও সেই সানস্ক্রিন কোনো কাজে নাও লাগতে পারে।

সানস্ক্রিন কেনার আগে কী কী দেখে নেবেন?


* এমন সানস্ক্রিন কিনুন, যা UVA এবং UVB— দু’ধরনের অতিবেগুনি রশ্মি আটকাতে পারবে। এটি সানস্ক্রিনের টিউব বা কৌটোর গায়ে লেখা থাকে।


* এমন সানস্ক্রিন কিনুন যেটির SPF মাত্র ৩০-এর উপর। ৩০-এর নীচে হলে বিশেষ লাভ হবে না।

জলে ধুয়ে যাবে না এমন সানস্ক্রিন কিনুন। না হলে ঘামের সঙ্গে সানস্ক্রিন উঠে যেতে পারে।


সানস্ক্রিন কেনার পর কয়েকটি জিনিস মনে রাখা উচিত-


* গরমকালে শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ এই ঘরের ভিতরেও ঢুকে পড়ে অতিবেগুনি রশ্মি। বিশেষ করে কাচের জানলা দেওয়া ঘরে তো বটেই। তাই বাড়িতে বা অফিসে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন।


* সানস্ক্রিন কেনার আগে সম্ভব হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। আপনার ত্বকের জন্য কোন ধরনের সানস্ক্রিন ভালো হবে, তা জেনে নিন বিশেষজ্ঞের থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.