সান ট্যান দূর করার ঘরোয়া উপায়, হাতেনাতে মিলবে ফল
ODD বাংলা ডেস্ক: কাজের জন্য কমবেশি সবাইকেই বাইরে বেরোতে হয়। আর রোদে বেরলেই ট্যান পড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। ট্যানের জন্য গায়ের আসল রঙ চাপা পোড়ে যায়। ত্বকের জেল্লাও কমে যায় সান ট্যানের জন্য। সানস ক্রিম ব্যবহার করেও অনেক সময়েই কোনও ফল মেলেনা। বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যাতে ট্যান থেকে মুক্তি সম্ভব। টমেটোর রস মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'দিন মুখে টমেটা লাগান ভালো ফল পাবেন। বেসনের সঙ্গে, অলিভ অয়েল, লেবুর রস এবং হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগাতে পারেন, এই ফেস প্যাক মুখে লাগালে ট্যান দূর হবে। দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মুখে বা যেখানে যেখানে ট্যান আছে সেখানে লাগাতে পারেন ভালো ফল পাবেন। রাতে শুতে যাওয়ার আগে মুখে অ্যালোভেরা জেল লাগাতে পারেন, এতে ট্যান অনেকটাই কমে যায়। দুধের সঙ্গে শশার রস মিশিয়ে মুখে, ঘাড়ে লাগান, ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন দেখুন এতে ট্যান অনেকটাই রিমুভ হবে।
Post a Comment