আপনি কোন কাজ জীবনে কখনো করতে পার বেন না



 ODD বাংলা ডেস্ক: ১. বউ পিটানো


২. বাব মাকে কে অবেহেলা করা


৩. ভাইয়ের কাছ থেকে আলাদা হওয়া


৪. শিক্ষকদের সাথে খারাপ ব্যাবহার করা


৫. সুদের লেনদেন করা


৬. ঘুষ এর লেনদেন করা


৭. অন্যের হক মেরে খাওয়া


এগুলো প্রাথমিকভাবে আমার মনে হয়েছে । আপনি কোন কাজ জীবনে কখনো করতে চান না এগুলো মন্তব্য করে জানান যাতে আমি ও সকলে ঐসব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.