আজব তো! মানুষের ছোঁয়া পেলেই এই গাছ হাসে!

ODD বাংলা ডেস্ক: গাছটি রহস্যজনক। অনুভূতিসম্পন্ন। কারো ছোঁয়া পেলেই খিলখিলিয়ে এটি হাসে। নিশ্চই, কেউ কখনো এ ধরনের গাছের কথা শুনেননি? এবার ভারতে এ বিচিত্র গাছের খোঁজ পাওয়া গেছে। এই গাছের কাণ্ড ও শাখায় স্পর্শ করলেই তা হেসে উঠে!‌

উত্তরাখণ্ড রাজ্যের কালাধুঙ্গি জঙ্গলে বিরল প্রজাতির এ গাছের সন্ধান মিলেছে। এ ধরনের দুটি গাছ রয়েছে। আরেকটি গাছ রামনগরের কারি জঙ্গলে রয়েছে। এ দুটি গাছ গত পাঁচ বছর ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ। গাইডদের সঙ্গে নিয়ে এই গাছ দুটি দেখতে যান পর্যটকরা। অনেকে স্পর্শও করেন।

এই গাছটির আসল নাম ‘‌রেন্ডিয়া ডক্ট্রোমাম।’ এই হাসির গাছ নামটি লোক মুখে মুখে হয়ে গেছে। এ গাছগুলি  ‌৩০০ থেকে ১৩০০ মিটার উচ্চতার মধ্যেই থাকে। 

এদিকে এরই মধ্যে গাছ দুটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। কেনো মানুষের স্পর্শ পেলেই গাছগুলি নড়তে শুরু করে, বিজ্ঞানীরা তার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.