ভায়াগ্রা নিলে হারাতে পারেন দৃষ্টিশক্তি ! বলছে নতুন গবেষণা



 ODD বাংলা ডেস্ক: Viagra Fatal For Eyes: যৌনশক্তি ফিরে পেতে গিয়ে হারাতে পারেন দৃষ্টিশক্তি ! শুনে অবাক হচ্ছেন ? সম্প্রতি ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ ভায়াগ্রা নিয়ে এমনই মন্তব্য করেছেন গবেষকরা।


Viagra Side Effects: কী বলছে গবেষণা ?

ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহৃত ভায়াগ্রার নিয়মিত ব্যবহার আপনার দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে। এমনকী এরফলে দৃষ্টিহীন হয়ে যেতে পারেন আপনি। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই আশঙ্কার তথ্য। কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার গবেষকরা দেখেছেন,  নিয়মিত ইরেক্টাইল ডিসফাংশন পিল বা ভায়াগ্রা গ্রহণ করে অনেকেরই দৃষ্টিশক্তি হ্রাস হয়েছে। এমনকী তাদের চোখের সামনে আলোর ঝলকানি বা ব্লাইন্ড স্পটের মতো বস্তু ধরা পড়ছে। সম্প্রতি এই রিপোর্টের বিষয় সামনে এনেছে ডেইলি মেইল।


Viagra May Lead Blindness: কী কী ওষুধে হারাতে পারেন দৃষ্টিশক্তি ?

গবেষকরা বলছেন, পুরুষের যৌনাঙ্গে রক্ত ​​​​প্রবাহ বৃদ্ধি হয় ভায়াগ্রার মাধ্যমে, যা তাদের যৌনশক্তি ফেরাতে সাহায্য করে। যদিও চোখে এই রক্তপ্রবাহ যেতে বাধা সৃষ্টি করে এই ওষুধ। যা থেকে যাবতীয় সমস্যার সূত্রপাত ঘটে। মূলত, এই সমস্যার জন্য ভায়াগ্রা শ্রেণির ওষুধ যেমন সিয়ালিস, লেভিট্রা, স্পেড্রা দায়ী। নিয়মিত এই ওষুধ নিলে দৃষ্টিশক্তি হারাতে পারেন ব্যক্তি। 


Viagra Negative Impact: কোথায় প্রকাশিত হয়েছে এই গবেষণা ?

JAMA Ophthalmology-তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, পুরুষত্বহীনতার ওষুধের নিয়মিত ব্যবহারকারীদের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা 85 শতাংশ বেশি। এই গবেষণা নিয়ে ভার্সিটির চোখ বিশেষজ্ঞ ডঃ মাহিয়ার ইতমিনান বলেন, " চোখের এই খারাপ অবস্থা কেবল কিছু ব্যতিক্রমী কেসেই ঘটে। যেকোনও ব্যবহারকারীর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের ঝুঁকি বেশ কম। তবে হিসেব বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে এই ধরনের প্রেসক্রিপশনের সংখ্যা প্রায় 20 মিলিয়ন। এর অর্থ হল, বিপুল সংখ্যক পুরুষ প্রভাবিত হতে পারেন এই ওষুধ থেকে।নিয়মিত এই ওষুধের ব্যবহারকারীরা চোখে কোনও সমস্যা পেলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।"


Viagra May Lead Blindness: কীসের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত ?

গবেষণায় ভায়াগ্রা পিল ব্যবহার করেন এরকম 213,033 জন পুরুষের ইনস্যুরেন্স ক্লেইম পরীক্ষা করেন গবেষকরা। দেখা যায়, এদের মধ্যে 123,347 জন পুরুষ সিলডেনাফিল গ্রহণ করেছেন। যা আসলে ফাইজারের তৈরি ভায়াগ্রা। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল সংখ্যক পুরুষদের মধ্যে 78,609 জন ট্যাডালাফিল (সিয়ালিস) খেয়েছিলেন। বাকিদের মধ্যে 6,604 জন ভার্দেনাফিল (লেভিট্রা) ও 4,473 জন অ্যাভানফিল (স্পেড্রা) নিয়েছিলেন।


Viagra May Lead Blindness: কীভাবে হয় পরীক্ষা ?

এই গবেষক দলটি 2006 থেকে 2020 সাল পর্যন্ত ইনস্যুরেন্স ক্লেইমের রেকর্ড খুটিয়ে দেখে। মূলত, ভায়াগ্রার মতো স্টিমুলাস নেওয়ায় ওই পুরুষদের চোখে কোনও ক্ষতি হয়েছে কিনা বুঝতে চান গবেষকরা। দেখা যায়, সেই সময় অনিয়মিত ওই ওষুধ খাওয়ার ফলে তাদের চোখে সেরকম কোনও প্রভাব পড়েনি। যদিও এই দলই নিয়মিত ওই ওষুধ নেওয়ার ফলে চোখের রেটিনার গুরুতর ক্ষতি করে বসে। সেই ক্ষেত্রে এদের মধ্যে রেটিনা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা 158 শতাংশ বেড়ে যায়। চোখের পিছন থেকে তরল নিয়েই ওই ব্যক্তিদের চোখের মারাত্মক অবস্থার কথা 

জানতে পারেন গবেষকরা। অনেক ক্ষেত্রেই এই পুরুষরা আলোর ঝলকানিতে চোখে কালো দাগ দেখতে শুরু করেন।  


Viagra Negative Impact: কী হয় সেই ক্ষেত্রে ?

গবেষকরা দেখেন, ওই পুরুষদের ইসকেমিক অপটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 102 শতাংশ বেড়ে গিয়েছে। অপটিক নার্ভে পর্যাপ্ত রক্ত ​​সরবরাহ না হওয়ার এই পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ওই পরিস্থিতি চলতে থাকলে সাধারণত সেন্ট্রাল ভিশন নষ্ট হয়ে যায় যেকোনও ব্যক্তির। এরকম একটা অবস্থায় রোগীদের রেটিনায় রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটে। এই ধরনের রোগীরা যেকোনও সময় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলতে পারেন। তাই যৌন ক্ষমতা ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.