তিন বছরের প্রেম, অতঃপর জার্মান কনে আর বিহারের পাত্রের বিয়ে



ODD বাংলা ডেস্ক: হিন্দি ভাষা একেবারেই জানে না কনে। তবে ভয় নেই! বর রয়েছেন যে! কনের সঙ্গে কেউ হিন্দিতে কথাবার্তা শুরু করলে উদ্ধারকর্তা হয়ে ওঠেন বর। তর্জমা করে বুঝিয়ে দেন সারমর্ম।

জার্মান পাত্রীর সঙ্গে বিহারি পাত্রের আরো অনেক অমিল রয়েছে। তবে তাতে তাদের একসঙ্গে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।


সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল। এ নিয়ে বিস্তর হইচই হচ্ছে নেট দুনিয়ায়। অনেকে বলছেন, হবে না-ই বা কেন? এমন প্রেমকাহিনি তো একমাত্র সিনেমাতেই দেখা যায়!


জার্মানি থেকে বিহারের দূরত্ব প্রায় ৬ হাজার ৮৫৬ কিলোমিটার। তবে সে ভৌগোলিক দূরত্বকে অনায়াসে উড়িয়ে দিয়েছেন বিহারের নবাদা জেলার বাসিন্দা সত্যেন্দ্র কুমার এবং জার্মানির ল্যারিসা বেল্‌চ।


ল্যারিসার সঙ্গে সত্যেন্দ্রর দেখা হওয়ার কথা ছিল না। তবে তাই হয়েছিল ২০১৯ সালে। তবে বিহার বা জার্মানিতে নয়— সুইডেনে।  


দুই ভিন দেশের বাসিন্দাই উচ্চশিক্ষার জন্য সুইডেনে গিয়েছিলেন। ত্বকের ক্যানসার নিয়ে গবেষণা করছিলেন সত্যেন্দ্র। ল্যারিসা মন দিয়েছিলেন প্রস্টেট ক্যানসারের গবেষণায়।


গবেষণার ফাঁকে কখন যেন তাদের দুজনের দেখা হয়ে গিয়েছিল। আলাপের পর এক সময় পরিচিতিও বেড়েছে। তারপর থেকে যেন চিত্রনাট্যের দাবি মেনেই এগিয়েছে ল্যারিসা এবং সত্যেন্দ্রর প্রেমকাহিনি। তফাৎ শুধু এ চিত্রনাট্যে এখনও পর্যন্ত খলনায়কের দাপাদাপি নেই। শুধু নায়ক-নায়িকা!


এ প্রেমের গল্পে মজে জনতা। সংবাদমাধ্যমগুলোও হামলে পড়েছে এ যুগলের কাহিনি শুনতে। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তিন বছর ধরে পরস্পরের প্রেমে হাবুডুবু খেয়েছেন ল্যারিসা এবং সত্যেন্দ্র। গোড়ায় বন্ধুত্ব থাকলেও তা গাঢ় হয়ে প্রেমে বাঁক নিয়েছে।


বছর তিনেকের প্রেমের পর সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেন ল্যারিসা এবং সত্যেন্দ্র। তবে দুজনেরই ইচ্ছে ছিল, বিয়ে হবে ভারতে এবং অবশ্যই হিন্দু রীতিনীতি মেনে।


হবু দম্পতি তো রাজি! তবে দুজনের পরিবারের মতামত কী? সত্যেন্দ্রর মা-বাবা শ্যামা দেবী এবং বিষ্ণুদেব মাহাতো সানন্দে এ বন্ধনে রাজি হয়ে গিয়েছিলেন। রাজি ছিল ল্যারিসার পরিবারও। বাধাবিপত্তিই যখন নেই, তবে আর দেরি কিসের? ফলে ঝটপট শুভকাজ সেরে নিয়েছেন ল্যারিসা এবং সত্যেন্দ্র।


৫ মার্চ বিয়ের ভোজের জন্য বিহারের রাজগীরের একটি হোটেল ভাড়া নিয়েছিলেন সত্যেন্দ্রর পরিবার। সেখানেই জমায়েত হয়েছিলেন আমন্ত্রিতরা। যদিও ইচ্ছে থাকলেও বিয়ের দিনে হাজির থাকতে পারেননি ল্যারিসার মা-বাবা। ভিসা সংক্রান্ত সমস্যায় এ দেশে আসতে পারেননি তারা। তবে সত্যেন্দ্রর গোটা পরিবারই বিয়েতে বেজায় মাতামাতি করেছেন।


বিয়ের দিনে পুরোদস্তুর ভারতীয় পোশাকে হাজির ল্যারিসাও। গাঢ় নীল ও উজ্জ্বল লাল রঙের লেহঙ্গা-চোলিতে সত্যেন্দ্রর হাতে হাত রেখেছেন তিনি। সত্যেন্দ্রর পরনে ছিল ফিকে ঘিয়ে রঙের শেরওয়ানি ও লালচে উড়নি। সঙ্গে মানানসই পাগড়ি। ভোজের দিন আবার অন্য পোশাকে ধরা পড়েছেন দুজনে।


নবদম্পতিকে আশীর্বাদে-ভালবাসায় ভরিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সত্যেন্দ্রর পরিজনেরা। স্বাভাবিকভাবেই এতে অভিভূত ল্যারিসা। তিনি জানিয়েছেন, সংস্কৃতিগত দিকে সত্যেন্দ্রর সঙ্গে তার ফারাক রয়েছে ঠিকই। তবে বরাবরই ভারতে যাওয়ার ইচ্ছে ছিল। এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তাকে টানে। তিনি বলেন, ‘আমার জীবনকে উপভোগ করার জন্য ভারতে এসেছি। এখানকার মানুষজনও খুব ভালো।’


যদিও এত কিছুর মধ্যে একটা খেদ রয়েছে ল্যারিসার। তার কথায়, ‘হিন্দির কিছুই বুঝতে পারি না।’ তবে ল্যারিসার সে খেদ দূর করতে চেষ্টার কসুর করেননি সত্যেন্দ্র। তার স্ত্রী বলেন, ‘আমাকে হিন্দি তর্জমা করে বুঝিয়ে দেয় সত্যেন্দ্র।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.