৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা

 


ODD বাংলা ডেস্ক: রিচা  তাঁর সোশ্যাল সাইট ইন্সটাগ্রাম প্রোফাইলে হট অ্যান্ড বোল্ড ফটোশুটের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ডিপ লেকলাইনে বক্ষযুগলের মাঝে যেন জ্বলছে আগুণের লেলিহান শিখা। সেই সঙ্গে খোলা থাই যেন দিচ্ছে উষ্ণতার হাতছানি। নয়া অবতারে রিচার শরীরী আবেদেনে ঝড় উঠছে পুরুষ হৃদয়ে। 


৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


৩ মাসে ১৫ কেজি ওয়েট লস! আর তারপরই নেটদুনিয়ায় শরীরী আবেদনে ঝড় তোলা। তিনি আর কেও নন, দ্যা মোস্ট বিউটিফুল, গর্জিয়াস বলিডিভা রিচা চাড্ডা। সোশ্যাল সাইটে উত্তেজনার পারদ চড়াচ্ছে রিচার নয়া লুক। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


রিচা  তাঁর সোশ্যাল সাইট ইন্সটাগ্রাম প্রোফাইলে হট অ্যান্ড বোল্ড ফটোশুটের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ডিপ লেকলাইনে বক্ষযুগলের মাঝে যেন জ্বলছে আগুণের লেলিহান শিখা। সেই সঙ্গে খোলা থাই যেন দিচ্ছে উষ্ণতার হাতছানি। নয়া অবতারে রিচার শরীরী আবেদেনে ঝড় উঠছে পুরুষ হৃদয়ে। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


কালো গাউনের ডিপ নেকলাইনে বক্ষযুগলের একাংশ উন্মুক্তের সঙ্গে খোলা রয়েছে একটা থাই-ও। সঙ্গে দোসর রিচার সেক্সি পোজ। সব মিলিয়ে রিচার ইন্সটা পোস্ট জুড়ে শুধুই যেন উষ্ণতার হাতছানি। রুপোলি দুনিয়া থেকে দূরে থাকলেও রিচা জ্বরে কাবু সোশ্যাল মিডিয়া। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


একদিকে খোলামেলা পোষাকে হট অবতারে রিচার লুককে আরেকটু তোল্লাই দিয়েছে তাঁর স্পেশাল হোয়ার স্টাইল। ফটোশুটের একটি ছবিতে বন্ধ চোখের ওপর এলোমেলো চুলের খেলায় আরও সিডাকটিভ রিচচা চাড্ডা। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


এক কথায় ইন্সটাগ্রামে রিচার ওজন কমাানোর ছবি একেবারে সুপারহট। উষ্ণতায় ভরা ছবি পোস্টের সঙ্গে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ওজন কমানো মানেই কিন্তু শরীরের মাসলস কমাানো নয়। তিনি কিন্তু শরীরে মেদ বা মাসলস কমানোর জন্য বিগত ৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস করেন নি। নায়িকার ক্ষেত্রে যে সমস্যা ছিল তা হল অতি মাত্রায় গ্লুটয়াস শরীরে ঢুকে গিয়েছিল। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


যে কারনেই হোক না কেন, রিচার তাক লাগানো ফটোশুটে একেবারে বোল্ড আউট নেটিজেনরা। নায়িকার হট অ্যান্ড বোল্ড লুকের প্রশংসা করেছেন ভক্তরা। পোস্টের কমেন্ট বক্সে সকলে রিচার লুকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


রিচা চাড্ডা শুধু একজন বলি নাায়িকাই নন। তাঁর স্টাইল স্টেটমেন্টও হয়ে ওঠে পেজ থ্রি-র আলোচিত টপিক। তবে ওজন কমানোর পর রিচার মোহময়ী লুকে একেবারে কুপোকাত ইন্সটা ইউজাররা। 

 

৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


সিনে ইন্ডাস্ট্রিতে নায়িকাদের অতিরিক্ত বডি ওয়েট নিয়ে কানাঘুষো চলতেই থাকে। সিনেমায় চরিত্রের প্রয়োজনে ওজন বৃদ্ধির প্রয়োজন হলেও, একজন নায়িকাকে সব সময় ছিপছিপে গড়নেই দেখতে পছন্দ করেন দর্শকরা। এই সকল বিষয় রিচা কিন্তু বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে সোচ্ছার হয়েছেন।


৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা


ফটোশুটের পর রিচার আগামী ফিল্মি কেরিয়ারের দিকে নজর রাখা যাক। খুব শীঘ্রই ফুকরে মুভির তৃতীয় ভাগে দেখা যাবে বলি অভিনেত্রী রিচা চাড্ডাকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষবার লাহোর কনফিডেনশিয়াল-এ দেখা গিয়েছিল নায়িকাকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.