রাশি অনুযায়ী আপনার নামের প্রথম অক্ষর কী হওয়া উচিত


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়ে কোন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই একটি অক্ষর দেখে মানুষের জীবনের অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব।জীবনের সমস্ত বাধা বিপত্তি র প্রধান কারণ হতে পারে আপনার নাম। রাশি অনুযায়ী আপনার নামের প্রথম অক্ষর কি হলে কোন রাশি আপনার পক্ষে শুভ তা জেনে নিন।
  • মেষ রাশির জাতক-জাতিকাদের অ আ ল ই এই নামের প্রথম অক্ষর শুভ হয়।
  • বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে ব ভ উ নামের প্রথম অক্ষর খুব শুভ হয়।
  • মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অক্ষয় থেকে ক এবং ঘ।
  • কর্কট রাশির জাতক-জাতিকাদের নাম রাখা উচিত দ এবং হ দিয়ে।
  • সিংহ রাশির ম ও ত দিয়ে নাম রাখলে ভালো।
  • কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাম হওয়া উচিত প ও থ দিয়ে।
  • তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম অক্ষর মঙ্গলদায়ক হয় র ও ত দিয়ে রাখলে।
  • বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম অক্ষর শুভ হয় ন ও য দিয়ে।
  • ধনু রাশির জাতক-জাতিকারা নাম রাখতে পারেন ভ ধ প ও থ দিয়ে।
  • মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খ ও জ দিয়ে নাম রাখলে মঙ্গল হয়।
  • কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল জনক হলো গ স ও শ।
  • সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অক্ষর হলো দ চ থ ও ঝ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.