ধোঁয়াশা উচ্চ মাধ্যমিক ঘিরে, পরিবর্তিত রুটিনের সঙ্গে মিলছে না পরীক্ষকদের সূচি



ODD বাংলা ডেস্ক: ১৬ এপ্রিল এবং ২২ এপ্রিল পরীক্ষার্থী ও পরীক্ষকদের সূচি আলাদা। এই আবহে প্রশ্ন উঠছে, খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই কি পরিবর্তিত পরীক্ষার সূচি ভুলে গিয়েছে? 


পরীক্ষার্থীদের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল রয়েছে গণিত, ইতিহাস সহ পাঁচটি বিষয়ের পরীক্ষা। কিন্তু ১৬ এপ্রিল প্রধান পরীক্ষকের সঙ্গে পরীক্ষকদের বৈঠকের দিন ধার্য হয়েছে। পরীক্ষকরা যদি তাদের সূচি মেনে চলেন তাহলে ১৬ এপ্রিল পরীক্ষার দিন ৬২ হাজার পরীক্ষক এবং প্রধান পরীক্ষক থাকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে সেদিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবে কে?


২২ এপ্রিল রয়েছে পদার্থবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির মতো বিষয়ের পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু সেদিনই উত্তরপত্রের প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছে পরীক্ষকদের। বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য সংসদের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, পরীক্ষকদের সূচিতে উল্লেখিত দিনগুলি পরিবর্তন করা হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.