মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার গড়তে চান ! রইল ভারতের কিছু প্রতিষ্ঠানের নাম
ODD বাংলা ডেস্ক: জাহাজ চালাতে যে ধরনের যন্ত্রপাতি লাগে, তা সবই মেরিন ইঞ্জিনিয়ারিং-এর অন্তর্গত। প্রথাগত ইঞ্জিনিয়ারিং-এর থেকে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং-এর কিছুটা পার্থক্য আছে। জাহাজের মোট দুটো ভাগ— টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং আর নটিক্যাল। নটিক্যাল হল মূলত ন্যাভিগেশন। মানে জাহাজের গতিপথ, কোথায় জাহাজে তেল ভরা হবে, জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ, সেগুলো জাহাজে তোলা, নামানো ইত্যাদি সবই পড়ে নটিক্যাল-এর মধ্যে। আর এ সব করতে যে সব যন্ত্রপাতির দরকার হয়, সেগুলি পড়ে মেরিন ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে।
যেহেতু ইঞ্জিনিয়ারিং, তাই বিজ্ঞান থাকা আবশ্যিক। সরকারি নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ফিজ়িক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স-এ গড়ে ৬০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
প্রতিষ্ঠান ও কোর্স
ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি (আইএমইউ) হল কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রকের অন্তর্গত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ক্যাম্পাস রয়েছে কলকাতা (www.merical.ac.in), মুম্বই পোর্ট, নভি মুম্বই, চেন্নাই, বিশাখাপত্তনম এবং কোচিন-এ। বিভিন্ন শাখায় বিভিন্ন কোর্স পড়ানো হয়। যেমন,
• কলকাতা ক্যাম্পাসে আছে: মেরিন ইঞ্জিনিয়ারিং (বি টেক ও এম টেক), ম্যানেজমেন্ট (এমবিএ)
• চেন্নাই ক্যাম্পাসে আছে: নটিক্যাল সায়েন্স (বি এসসি, ডিএনএস), মেরিন ইঞ্জিনিয়ারিং (বি টেক), ম্যানেজমেন্ট (বিবিএ, এমবিএ), কমার্শিয়াল শিপিং অ্যান্ড লজিস্টিক্স (এম এসসি)
• কোচি ক্যাম্পাসে আছে: নেভাল আর্টিটেকচার (বি টেক), নটিক্যাল সায়েন্সেস (বিএসসি), ম্যানেজমেন্ট (বিবিএ)
• মুম্বই পোর্ট ক্যাম্পাসে আছে: মেরিন ইঞ্জিনিয়ারিং (বি টেক, পিজিডিএমই)
• নভি মুম্বই ক্যাম্পাসে আছে: নটিক্যাল সায়েন্স (বি এসসি, ডিএনএস), কমার্শিয়াল শিপিং অ্যান্ড লজিস্টিক্স (এম এসসি)
• বিশাখাপত্তনম ক্যাম্পাসে আছে: নেভাল আর্কিটেকচার (বি টেক, এম টেক), ড্রেজিং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং (এম টেক), ম্যানেজমেন্ট (এমবিএ)।
এ ছাড়াও আইএমএউ-অধীনস্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে স্নাতক বা ডিপ্লোমা কোর্স পড়া যায়। যেমন,
• অ্যাংলো ইস্টার্ন মেরিটাইম অ্যাকাডেমি, মুম্বই (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.angloeasterncollege.com
• অ্যাপ্লায়েড রিসার্চ ইন্টারন্যাশনাল (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.ariedu.com
• কোয়েম্বাত্তুর মেরিন কলেজ, কোয়েম্বাত্তুর (বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
www.cmcmarine.in
• ড. বি আর অম্বেডকর ইনস্টিটিউট অব টেকনোলজি, পোর্ট ব্লেয়ার (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
https://dbrait.andaman.gov.in/#no-back-button
• ইউরোটেক মেরিটাইম অ্যাকাডেমি, কোচিন (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
https://eurotechmaritime.org
• এইচআইএমটি কলেজ, চেন্নাই (বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং, বি এসসি নটিক্যাল সায়েন্স)
www.himtcollege.com
• ইন্টারন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, নয়াদিল্লি (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
www.imi.edu.in
• মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট (এসসিআই), মুম্বই ((ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.shipindia.com/maritime-training/overview.aspx
• আর এল ইনস্টিটিউট অব নটিক্যাল সায়েন্সেস, মাদুরাই (বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
http://rlins.edu.in
• সমুদ্র ইনস্টিটিউট অব মেরিটাইম স্টাডিজ, মুম্বই (ডিপ্লোমা ইন অ্যাপ্লায়েড নটিক্যাল সায়েন্স, বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
www.samundra.com
• দ্য গ্রেট ইস্টার্ন ইনস্টিটিউট অব মেরিটাইম স্টাডিজ়, মুম্বই (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.geinstitute.com
• তোলানি মেরিটাইম ইনস্টিটিউট, পুণে (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, বি এসসি নটিক্যাল সায়েন্স, বি টেক মেরিন ইঞ্জিনিয়ারিং)
www.tmi.tolani.edu
• ট্রেনিং শিপ রহমান, মুম্বই (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.tsrahaman.org
• বিশ্বকর্মা মেরিটাইম ইনস্টিটিউট, পুণে (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
http://vmipune.com
• ইয়াক এডুকেশন ট্রাস্ট, মুম্বই (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স)
www.yakindia.com ইত্যাদি
• এগুলি ছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও মেরিন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোর্স পড়ানো হয়।
Post a Comment