রেকর্ড! ৫০৫দিন ধরে করোনার কবলে এক ব্যক্তি, মোট ৪৫ বার আক্রান্ত হয়েছেন
ODD বাংলা ডেস্ক: ব্রিটেনে এক রোগী দীর্ঘ ৫০৫ দিন ভুগে অবশেষে করোনার কাছে হার মানলেন।মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে আক্রান্ত থাকার নজির আর কোনো রোগীর নেই বলে খবর। মৃত্যুর আগে পর্যন্ত মোট ৪৫বার আক্রান্ত হয়েছেন করোনায়।
ওই রোগীর নাম এবং অন্যান্য ব্যক্তিগত খুঁটিনাটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এমনকি তার বয়স বা টিকাদানের ইতিহাস নিয়েও সবাই অন্ধকারে।তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার রোগপ্রতিরোধ ক্ষমতা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ওই রোগীর সম্পর্কে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ওই রোগী করোনাভাইরাসের-আলফা, গামা ও ওমিক্রনসহ ১০টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তার সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Post a Comment