করোনার কবলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস


ODD বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। 

করোনা আক্রান্ত হওয়ার পর কমলা হ্যারিস গতকাল টুইট করে বলেন, ‘আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।’

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‍্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তাঁর কোনো উপসর্গ নেই। তিনি আইসোলেশনে থেকে ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।

কার্স্টেন অ্যালেন আরও বলেন, কমলা হ্যারিস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি। করোনা নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে সাম্প্রতিক ভ্রমণ সময়সূচির কারণে প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি কমলা হ্যারিস। ৫৭ বছর বয়সী কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ গত মাসে করোনায় সংক্রমিত হন। কিন্তু তখন কমলা হ্যারিস সংক্রমণ এড়াতে পারেন।

আমেরিকায় এখনো করোনার সংক্রমণ অব্যাহত আছে। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.