৩০ এপ্রিল বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনি

ODD বাংলা ডেস্ক: প্রায় হাজার বছর পর, এক সরলরেখায় শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। ৩০ এপ্রিল শুক্র এবং বৃহস্পতি গ্রহকে একসঙ্গে খুব কাছাকাছি দেখা যাবে। ৩০ এপ্রিলের ঘটনার সাক্ষী হওয়ার একটাই শর্ত, পরিষ্কার আকাশ। আকাশে বেশ কাছাকাছি অবস্থানে দেখা যাবে শুক্র এবং বৃহস্পতি গ্রহ। শুক্র বৃহস্পতির ০.২ ডিগ্রি দক্ষিণে থাকবে।

এর আগে ২৬ এবং ২৭ এপ্রিল সূর্যোদয়ের আগে, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি-সহ চারটি গ্রহ পূর্ব দিগন্ত থেকে ৩০ ডিগ্রির মধ্যে সরল রেখায় দৃশ্যমান ছিল। দূরবীন বা টেলিস্কোপ ছাড়াই বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনিকে এক লাইনে দেখতে পাওয়া গিয়েছে।

ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়ামের ডেপুটি ডিরেক্টর শুভেন্দু পট্টনায়েক বলেন, এই ধরনের ঘটনা প্রায় ১,০০০ পর ঘটল। বেশ বিরল। এর আগে ৯৪৭ খ্রিষ্টাব্দে শেষবার এমন হয়েছিল। এই ধরণের ঘটনা ‘প্ল্যানেট প্যারেড’ নামে পরিচিত। সৌরজগতের গ্রহগুলি আকাশের একই এলাকায় সরলরেক্ষায় সারিবদ্ধ হলে এমনটা বলা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.