দক্ষিণবঙ্গে তাপ্রবাহের সতর্কতা! কোথায় বিপদ সবচেয়ে বেশি
ODD বাংলা ডেস্ক: গরম অব্যাহত দক্ষিণবঙ্গে ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা৷ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান,বীরভূম জেলায় প্রভাব সবথেকে বেশি৷ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে ৷ নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূম-সহ কয়েকটি জেলায় সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
জানা যাচ্ছে তিন জেলা-পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই তিন জেলায় এদিন তাপপ্রবাহ চলতে পারে। আগামীকাল অর্থাৎ বুধবারও বেশ কয়েকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এই জেলাগুলি হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম। ২৮ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপমাত্রা থাকবে সব থেকে বেশি। এই সময় শিশু এবং বয়স্ক মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতায় আজ, মঙ্গলবারও অস্বস্তিকর আবহাওয়া৷ কলকাতায় আজও ৩৯-৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা৷ কলকাতা-সহ সংলগ্ন এলাকায় এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই৷ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ৷
Post a Comment