ঝাপিয়ে বৃষ্টি হবে আজ? কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: কবে হবে বৃষ্টি? সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু, দক্ষিণবঙ্গের তিনটি জেলা বাদ দিলে দেখা নেই বৃষ্টির। সেক্ষেত্রে কবে ফের মানুষ বৃষ্টিপাত উপভোগ করতে পারবে? 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। শুধু কলকাতা নয়, উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া তিন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই তিন জেলাগুলি হল- মুর্শিদাবাদ , বীরভূম, নদিয়া। তবে অত্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা না কমলেও অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।

পাশাপাশি কলকাতাতে তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু, আপেক্ষিকআদ্রতা অস্বস্তি বাড়বে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতাতে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী চার দিনে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.