টয়লেটের ফ্ল্যাশে ‘দুই বাটন’ কেন জানেন?

ODD বাংলা ডেস্ক: বিশেষ করে কমন টয়লেট ব্যবহারে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যা সবাই জানেন না, আবার অনেকে জেনেও মানেন না। অনেকেই এই টয়লেট ব্যবহারে কিছু সমস্যার সম্মুখীন হন।  
একটু সচেতন হলেই অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। জল যেমন ব্যবহার করতে হবে তেমনই মনে রাখতে হবে এই জল ব্যবহারের মাত্রাটাও।
 
অনেকেই টয়লেটে ফ্ল্যাশে দুটি বাটন নিশ্চয় লক্ষ্য করেছেন। আসলে আগের দিনের টয়লেটের ফ্ল্যাশে থাকত টানা দড়ি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যান্ডেল থেকে তা চলে এল বাটনে। তবে আধুনিক টয়লেটের ফ্ল্যাশ হিসেবে দুটি বোতাম বা বাটন থাকে।

দিন দিন বাড়ছে জলের চাহিদা। এই বাড়তি চাহিদার যোগানে দিন দিন কমে আসছে ব্যবহার্য জলের পরিমাণ। তাই শৌচকার্যে জলের অপচয় রুখতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়। দু'টি বাটনের পরিকল্পনা সেখান থেকেই আসে ফ্ল্যাশ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মাথায় আসে।

একটি বড় ফ্ল্যাশে সাধারণত ছয় থেকে সাত লিটার জল খরচ হয়। আগে যে কোনো ফ্ল্যাশে ঠিক এই পরিমাণেই জল খরচ হত। আর ছোট ফ্ল্যাশে খরচ হয় তিন থেকে সাড়ে চার লিটার জল। ফলে বড় কোনো প্রয়োজন ছাড়া বড় ফ্ল্যাশ না চেপে রুখে দেয়া যেতেই পারে জলের অপচয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.