পৃথিবীর দিকে ধেয়ে আসছে বহুতল বাড়ির সমান গ্রহাণু!


ODD বাংলা ডেস্ক: মহাকাশ বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, বিশাল আকারের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা গ্রহাণুটি নজরে রেখেছেন।

আগামী ১৬ মে ২টা ৪৮ মিনিটে পৃথিবীর কাছাকাছি চলে আসবে গ্রহাণুটি। নাসা জানিয়েছে, গ্রহাণুটি ১৬০০ ফুট চওড়া। এটি আইফেল টাওয়ারের চেয়েও বড় এবং স্ট্যাচু অব লিবার্টির চেয়েও আকৃতিতে বড়।গ্রহাণুটি পৃথিবীর বড় ধরনের ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা আছে। তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসেব মতে,  এটি আমাদের গ্রহের প্রায় আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে অতিক্রম করবে।

সাধারণ মানুষের মনে হতে পারে, এটি অনেক বেশি দূরত্ব। তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসাবে তা নয়। সে কারণেই নাসা এর ওপর নজর রাখছে। ২০২০ সালের মে মাসেও গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে গেছে। সেবার ১.৭ মিলিয়ন মাইল দূর দিয়ে গেছে গ্রহাণুটি।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি প্রতি দুই বছর পর পর পৃথিবীর পাশ দিয়ে যায়। এবারের পর ২০২৪ সালের মে মাসে এটি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। তবে সেবার ৬.৯ মিলিয়ন মাইল কাছাকাছি আসতে পারে। দীর্ঘ সময় পর ২১৬৩ সালে গ্রহাণুটি আবারও এত কাছাকাছি আসতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.