কলকাতায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: মরশুমের প্রথম কালবৈশাখী স্বস্তি দিয়েছে শহর কলকাতাকে।আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিচ্ছে, আপাতত কয়েকটা দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে কলকাতায়। জানা গিয়েছে, সকালে রোদ চড়া থাকলেও সন্ধ্যার পর থেকে শহরে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। একদিন দু'দিন নয়, আগামী ৪ মে পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবারের মতো রবিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের । কেবল কলকাতা নয়, শহরতলীও ভিজবে স্বস্তির বৃষ্টিতে। তবে শনিবারের মতো একনাগাড়ে প্রবল বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়েই।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তুলনায় সোম এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার গতিবেগও বৃদ্ধি পাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বুধবারও বৃষ্টিপাত চলবে শহর এবং শহরতলীতে।
Post a Comment