প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বিহার! মৃত ২৫
ODD বাংলা ডেস্ক: প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত বিহার। ঝড়বৃষ্টির জেরে বিহারে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এতটাই বৃষ্টি এবং ঝড় হয়েছে রাজ্যে যে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী সহ ১১ টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিহারে গতকাল প্রবল ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছেন। তারমধ্যে মজফফরপুরে মারা গিয়েছেন ৫ জন। ভাগরপুরে ৪জন, লক্ষ্মীসরাই এবং সারন জেলায় ৩ জন। মুঙ্গেরে ২ জন এছাড়া জামুই, বেগুসরাই, বাঙ্কা, পূর্ণিয়া, নালন্দা, জেহানাবাদ, আরারিয়া জেলায় মারা গিয়েছেন ১ জন করে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রবল ঝড়-বৃষ্টি আর বজ্রপাতের কারণে গতকাল বিহারগামী ১১টি বিমানঅবতরণ করতে পারেনি বিহারে। এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিমানও ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এতটাই ভারী বর্ষণ হয়েছে বিহারে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের অন্ডালে প্রবল ঝড়ের কবলে পড়ে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁেচছিল স্পাইসজেটের বিমান। সেইরকম বড় দুর্ঘটনা যাতে না ঘটে সেকারণেই এই বিহারে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে বিমান অবতরণের সাহস দেখায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
Post a Comment