কোচিং থেকে বেড়াতে গিয়ে বিপত্তি, বকখালির সমুদ্রে তলিয়ে গেল মাদ্রাসা ছাত্রের
ODD বাংলা ডেস্ক: ফের সমুদ্র প্রাণ কাড়ল পর্যটকের। শিক্ষকের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দশ বছরের বালকের। রবিবার দুপুরে সমুদ্রে তলিয়ে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্র। এরপর সোমবার সকালে ওই ছাত্রের নিথর দেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার উস্তির উত্তর কুসুমের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র শাকিব হোসেন লস্কর। রবিবার ২৩ জন ছাত্রকে নিয়ে বকখালিতে পিকনিক করতে যান এক শিক্ষক ও কয়েকজন অভিভাবক। সেই দলেই ছিল শাকিব। যদিও শাকিবের কোনও অভিভাবক বকখালিতে যাননি। বকখালির সৈকতে ঘোরাফেরা করছিল ছাত্র, অভিভাবক এবং ওই মাদ্রাসার শিক্ষক। সকলের চোখের আড়ালে শাকিব ও তার এক বন্ধু সমুদ্রের কাছাকাছি চলে যায়। ঢেউয়ের তীব্রতায় সমুদ্রে তলিয়ে যায় শাকিব। ওই বালকের বন্ধুই অন্যান্যদের খবর দেয়। তারপরই শুরু হয় খোঁজাখুঁজি। তবে রাতে তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ তলিয়ে যাওয়া বালকের দেহ ফ্রেজারগঞ্জ উপকূল থানার ফ্রেজার সাহেবের বাংলোর কাছে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
Post a Comment