অস্বস্তিতে অভিষেক-পত্নী, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
ODD বাংলা ডেস্ক: ২০২০ সালের নভেম্বরে কয়লাকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপ বিরোধী আইনের ধারায় মামলা রুজু করে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়, কয়লা পাচার চক্রের টাকা গিয়েছে অভিষেকের কাছেও। একাধিকবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
আর এবার কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল পাটিয়ালা হাউস কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
ইডির আইনজীবী অভিযোগ করেন, কয়লাকাণ্ডে একাধিকবার তলব করা হলেও আদালতে হাজির দিচ্ছেন না রুজিরা। ইডির তলবও এড়িয়ে যাচ্ছেন। সেই অভিযোগের পর অভিষেক-পত্নীর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগস্ট আবারও মামলার শুনানি হবে।
Post a Comment