রাশি অনুযায়ী আপনার নাম বাংলার কোন অক্ষর দিয়ে হওয়া উচিত, জানুন


ODD বাংলা ডেস্ক: ঠিকুজি-কোষ্ঠিতে প্রত্যেকের একটা নাম থাকে, রাশির উপযুক্ত অক্ষরে নামকরণ করা হয় জাতক-জাতিকার। যে নামে ডাকা নাকি অশুভ। ফলে কোষ্ঠির নাম থেকে যায় কোষ্ঠিতেই। তবে জ্যোতিষীরা বলেন, কোষ্ঠিতে উল্লিখিত নামের প্রথম অক্ষরে নাম রাখলে ভালো। অনেকে সেই মত মানেন, অনেকে আবার মানেন না। কিছুক্ষেত্রে দেখা যায়, বাবা-মায়েরা সন্তানের নাম রাখেন নিজেদের বা পরিবারের কারোর নামের সঙ্গে মিলিয়ে কিংবা হাল ফ্যাশনে যা চলছে, তা মাথায় রেখে। 

কিন্তু জ্যোতিষীদের মত, রাশির উপযুক্ত অক্ষরে নাম না রাখলে জাতক-জাতিকার ক্ষতি হতে পারে। জীবনের প্রতিটা পদক্ষেপে চলতে গিয়ে বাঁধা আসতে পারে। কোন রাশির জাতকের নাম কোন বাংলা অক্ষর দিয়ে রাখা উচিত-জেনে নিন-

মেষ
নামের প্রথম অক্ষর - অ, ল, ই 
পাথর - রুবি।

বৃষ
নামের প্রথম অক্ষর - ব, উ
পাথর - পান্না।

মিথুন
নামের প্রথম অক্ষর - খ, ঘ
পাথর - অ্যাকোয়ামেরিন বা পান্না।

কর্কট
নামের প্রথম অক্ষর - দ, হ
পাথর - মুন স্টোন।

সিংহ
নামের প্রথম অক্ষর - ম, ত
পাথর - পেরিডট।

কন্যা
নামের প্রথম অক্ষর - প, থ
পাথর - নীলকান্তমণি।

তুলা
নামের প্রথম অক্ষর - র, ত
পাথর - উপল।

বৃশ্চিক
নামের প্রথম অক্ষর - ন,
পাথর - পোখরাজ।

ধনু
নামের প্রথম অক্ষর - ভ, ধ, ফ, থ
পাথর - নীলকান্তমণি। 

মকর
নামের প্রথম অক্ষর - খ, ঝ
পাথর - গার্নেট।

কুম্ভ
নামের প্রথম অক্ষর - গ, স, শ, ষ
পাথর - এমিথিস্ট।

মীন
নামের প্রথম অক্ষর - ধ, ছ, থ, ঝ
পাথর - ব্লাডস্টোন 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.