পল্লবীর ফ্ল্যাটে মিলল গাঁজা, হুক্কা! নায়িকার ফোন থেকেও মিলল চাঞ্চল্যকর তথ্য


ODD বাংলা ডেস্ক: অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর তদন্তে এবার উঠে এল মাদক-যোগ। পুলিশ সূত্রে খবর, পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে জেরা করে এবং গড়ফার আবাসনে তল্লাশি চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। এমনকী পল্লবীর ফোন পরীক্ষা করেও মিলেছে একাধিক তথ্য।

গত এপ্রিলে গড়ফার যে ফ্ল্যাটে থাকতে শুরু করেন পল্লবী এবং সাগ্নিক সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার জিনিসপত্র। গতকালই পল্লবীর পরিবারের তরফে সাগ্নিকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগে সাগ্নিক এবং এক তরুণীর বিরুদ্ধে পল্লবীকে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, পল্লবী কাজে বেরিয়ে গেলে সেই তরুণীকে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে আসতেন সাগ্নিক।

তবের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নেশার যেসব জিনিসপত্রও পাওয়া গিয়েছে, তাতে কে গাঁজা, হুক্কার নেশা করত তা জানতে সাগ্নিককে জেরা করা হচ্ছে। পল্লবীর ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, শেষবার পরিচারিকাকে ফোন করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁদের মধ্যে কী কথোপকথন হয়েছিল তা জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.