সাগ্নিকের বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের পল্লবীর পরিবারের, ঘনাচ্ছে রহস্য


ODD বাংলা ডেস্ক: আত্মহত্যা নয়  বরং খুন করা হয়েছে পল্লবীকে, এমনটাই অভিযোগ অভিনেত্রী পল্লবী দে-র বাবা-মার। 'পল্লবী আত্মহত্যা(Pallavi Dey Suicide) করার মেয়ে নয়',রবিবার সকাল থেকে এই কথা সমানে বলে চলেছেন অভিনেত্রীর পরিবার,আত্মীয় স্বজন। তারপরেই মৃত টেলি নায়িকার পরিবার লিখিত খুনের অভিযোগ দায়ের করেন। 

পল্লবীর পরিবারের অভিযোগ, পল্লবীর সঙ্গে লিভ-ইন থাকাকালীন, হাওড়ার জগাছার বাসিন্দা ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে এক মহিলার প্রেমে পড়েছিল সাগ্নিক। পল্লবীর অনুপস্থিতিতে ঐন্দ্রিলা তাদের গড়ফার ফ্ল্যাটে আসত। এমনকী রবিবার এমআর বাঙুর হাসপাতালেও হাজির হয়েছিলেন তিনি। সাগ্নিক চক্রবর্তী-সহ ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে পল্লবীর পরিবার। তার ভিত্তিতেই খুন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও এফআইআর করা হয়েছে ঐন্দ্রিলার বিরুদ্ধেও।

পল্লবী দে-র উপর আর্থিক দিক দিয়ে অনেকটাই নির্ভর করতেন তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। একাধিক বার নিজের প্রয়োজনে পল্লবীর থেকে টাকা নিয়েছেন তিনি। এমনকি, ইদানীং পল্লবীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই অশান্তিও হত তাঁর। এমনটাই দাবি করেছে অভিনেত্রীর পরিবার।


পল্লবীর পরিবারের অভিযোগ, অভিনেত্রীর থেকে টাকা নিয়ে নিউটাউনের ৮০ লক্ষ টাকা দামের ফ্ল্যাটটি কিনেছিলেন সাগ্নিক। যদিও সেই ফ্ল্যাটে পল্লবীর মালিকানা ছিল না। মালিক হিসেবে নাম রয়েছে সাগ্নিক এবং তাঁর বাবার। পল্লবীর থেকে অর্থসাহায্য নিয়ে সাগ্নিক একটি দামি গাড়িও কিনেছিলেন বলে অভিযোগ পরিবারের।

তার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত লিভ- ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty) গড়ফা থানায়  ডেকে রাতভর জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের ডিসি পদমর্যাদার আধিকারীক আতুল ভি। পুলিস সূত্রে খবর, সম্প্রতি অভিনেত্রী পল্লবী ও সাগ্নিক-এর মধ্যে কিছু সম্পত্তি কেনাকাটা নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলছিল। সেই সব দিকও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাগ্নিককে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.