'অশনি' সংকেত: দীঘা -বকখালিতে মুষলধারায় বৃষ্টি, ভিজল কলকাতাও
ODD বাংলা ডেস্ক: রাজ্যের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি'(Cyclone Asani)। আর তার প্রভাব শুরু হয়ে গিয়েছে সোমবার সকাল থেকেই। দিঘা (Digha), বকখালিতেও (Bakkhali) শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্রে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অশনি'। তবে ভয়ঙ্কর রূপ ধারণ করলেও সাইক্লোন শেষ পর্যন্ত স্থলভাগে আছড়ে পড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আবহওয়াবিদদে একাংশের মতে, সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে 'অশনি'। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সোমবার সকালে কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরী থেকে এই মুহূর্তে ৭৪০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন। বিশাখাপত্তনম থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব এই মূহূর্তে ৬৪০ কিমি।দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর বরাবর অগ্রসর হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২১ কিমি বেগে এগোচ্ছে অশনি।
সাইক্লোন (cyclone Asani) প্রসঙ্গে IMD-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে ঝড়টি। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়। গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।''
সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।'
cyclone-asani-update-rain-forecast-in-kolkata-and-other-parts-of-west-bengal
Post a Comment