দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল ৫জি, প্রথম ৫জি কল করলেন টেলিকম মন্ত্রী


ODD বাংলা ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ দেশে প্রথম ৫জি (5G) কল করলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এতদিন আইআইটি মাদ্রাজেই চলছিল এর ট্রায়াল। অবশেষে সেখানেই পরীক্ষামূলক ভাবে প্রথম ৫জি অডিও ও ভিডিও দুই কলই করলেন তিনি। 

ভারতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘কু’-তে পোস্ট করে সকলকে একথা জানিয়েছেন তিনি নিজেই। টেলিকম মন্ত্রী লেখেন, ”আইআইটি মাদ্রাজে সফল ভাবে ৫জি কল করা হয়েছে। এই সম্পূর্ণ এন্ড টু এন্ড নেটওয়ার্ক তৈরি হয়েছে ভারতেই।” সম্পূর্ণ দেশীয় পদ্ধতিকে কাজে লাগিয়ে এভাবে ৫জি প্রযুক্তির সফল প্রয়োগ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপরিকল্পনারই ফল। 

চলতি বছরের মধ্যেই দেশে সাধারণ মানুষের কাছে ৫জি প্রযুক্তিকে পৌঁছে দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তবে ৫জি এলে গ্রাহকদের পরিষেবায় কতটা পরিবর্তন আসবে? মনে করা হচ্ছে, ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ! স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। কিন্তু সেজন্য খরচ হবে মোটা অঙ্কের টাকা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.