আরও ভয়ঙ্কর হচ্ছে বন্যা পরিস্থিতি! বাড়ছে মৃতের সংখ্যা


ODD বাংলা ডেস্ক: অসমের বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ। বন্যায় মোট ২৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) একটি বুলেটিন অনুসারে, রাজ্যের ২২৫১টি গ্রাম বন্যার জলের তলায় চলে গিয়েছে। ৮০ হাজার হেক্টর জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে ৮ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে অসমে।

সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ২১ হাজার ৮৮৪ জনকে বন্যা কবলিত এলাকা থেকে নৌকা ও হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুসারে, ৮৬ হাজার ৭৭২ জনকে ৩৪৩টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এবং আরও ৪১১টি ত্রাণ বিতরণ কেন্দ্রও চালু রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.