ODD বাংলা ডেস্ক: জানেন কি, মে মাসে ভারতজুড়ে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। চলতি এই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জেনে নিন-
১ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।
২ মে (সোমবার): ইদ। তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ মে (মঙ্গলবার): ভগবান শ্রীপরশুরাম জয়ন্তী/ইদ/বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া। সেই কারণে পুরো ভারতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধুমাত্র তিরুবনন্তপুরম এবং কোচিতে খোলা থাকবে ব্যাঙ্ক।
৮ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।
৯ মে (সোমবার): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মে (শনিবার): দ্বিতীয় শনিবার।
১৫ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।
১৯ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা। আগরতলা, বেলাপুর, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Post a Comment