'টাইটানিক'-খ্যাত কেট উইন্সলেট একসময় মাংসের দোকানে কাজ করতেন!


ODD বাংলা ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। যিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি যেকোনও চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। ‘টাইটানিক’ সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করে জিতেছেন অস্কার। হয়েছেন কালজয়ী সিনেমার অংশ।

দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, একজন অভিনেত্রী হিসেবে কেটের নমনীয়তা স্পষ্ট। তিনি ‘টাইটানিক’ এবং ‘রেব্যুলোশনারি রোড’- এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করার পাশাপাশি এইচবিও-র ‘মিলড্রেড পিয়ার্স’ এবং ‘মেয়ার অফ ইস্টটাউন’- এর মতো ড্রামাতেও অভিনয় করেছে প্রশংসা কুড়িয়েছেন।

তবে জানেন কি কেট উইন্সলেট বিখ্যাত এবং মিলিয়ন ডলার উপার্জন শুরু করার আগে বাকিদের মতো সাধারণ কাজ করতেন।বার্কশায়ার লাইভ অনুসারে, উইন্সলেট বার্কশায়ারের রিডিং শহরে বেড়ে ওঠেন। অভিনেত্রী হওয়ার আগে রান্না করা মাংস এবং সালাদ তৈরির দোকানে কাজ করতেন তিনি।

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তার প্রথম সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার’- এ অভিনয় করার সময় অভিনয় কেরিয়ারকে সুরক্ষিত করার আশায় পার্শ্ব কাজ হিসেবে তিনি ডেলি (Deli)-তে কাজ চালিয়ে যান। কারণ একজন অভিনেত্রী হিসেবে জীবিকা নির্বাহ করা বেশ কঠিন। বিশেষ করে যখন কেউ সবেমাত্র কাজ শুরু করে।তিনি বলেন, ‘অবশ্য যখন আমি বিখ্যাত সিনেমাগুলোতে প্রধান চরিত্রে সুযোগ পেতে শুরু তখন সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়।’

১৯৯৪ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশের পর উইন্সলেটের পরবর্তী দুর্দান্ত হিট ছিল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ ছবিটি। এরপর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.