জিতুর কামাল! 'KGF Chapter 2'-কে টেক্কা দিল 'অপরাজিত'


ODD বাংলা ডেস্ক: গত শুক্রবারই মুক্তি পেয়েছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘অপরাজিত’ (Aparajito)। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবিহাউজফুল একের পর এক শো। চলচ্চিত্র সমালোচকদের কাছেও প্রশংসা পেয়েছে এই ছবি। 

আর এখনকার সবচেয়ে বড় খবর হল, আইএমডিবির (IMDB) তালিকায় শীর্ষে উঠে এল ‘অপরাজিত’। সোমবার সকালে আইএমডিবির রিপোর্ট অনুযায়ী, বাংলা ছবি ‘অপরাজিত’ টেক্কা দিয়েছে, দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’-কেও (KGF Chapter 2)। আইএমডিবির রিপোর্টে অপরাজিত পেয়েছে ৯.৩ রেটিং। অন্যদিকে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেটিং ৮.৯। শুধু দক্ষিণী ছবিই নয়, মুক্তি পাওয়া বেশ কিছু বলিউড ও দক্ষিণী ছবিকেও টেক্কা দিয়েছে ‘অপরাজিত’।

দক্ষিণী ছবির দাপটে বলিউড ও টলিউড ছবির কোণঠাসা হয়ে পড়ার যে প্রবণতা দেখা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, সেই ট্রেন্ডকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অনীক দত্ত এবং জিতু কমলের এই মিলিত প্রয়াস। এই ছবি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.