ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া করোনাযোদ্ধা


ODD বাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় মানবিকতার পরিচয় দিয়েছেন দেশের অসংখ্য মানুষ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আর্ত, দুঃস্থ, বিপদগ্রস্ত মানুষকে অক্সিজেন, অ্যাম্বুলেন্স, খাবার, ওষুধ পৌঁছে দিয়ে মানবিক গুণের পরিচয় দিয়েছিলেন তাঁরা। তাঁদের মধ্যে অন্যতম ভোপালের অটোচালক জাভেদ। করোনা মহামারির মধ্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। এমনকি নিজের অটোরিকশাকে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে আশঙ্কাজনক রোগীকে হাসপাতালেও পৌঁছে দিয়েছিলেন জাভেদ।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সেই অটোচালক জাভেদ এবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অভিযুক্ত জাভেদের বাড়িতে এক দম্পতি ভাড়া থাকে। জাভেদ মাঝেমধ্যেই ভাড়াটিয়া ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে স্বামীর অনুপস্থিতিতে জাভেদ বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করেন।

এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। দায়ের করেন লিখিত অভিযোগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাভেদকে গ্রেফতার করে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.