এক মিনিটেই ঘরের সব ইঁদুর মরবে!
ODD বাংলা ডেস্ক: ইঁদুরের কারণে ঘরে জিনিসপত্র রাখাই দায়। রান্নাঘরেই এরা বেশি বসবাস করে। কখনো জামা কাপড় কেটে আবার কখনো কাগজপত্র ছোট্ট দাঁত দিয়ে কুটিকুটি করে থাকে ইঁদুর। ইঁদুরের যন্ত্রণায় নাজেহাল পুরো বাড়ি!
কখনো ইঁদুর মারা মেশিন আবার বিষ দিয়েও এদের থেকে মুক্তি মেলে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয় মাত্র এক মিনিটেই কীভাবে ইঁদুরের বিনাশ করা যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় বালতিতে পানি নিয়ে একটি বড় বেলুন ফুলিয়ে সেটা পানির ওপরে পুরোটা ঢেকে বসিয়ে দেয়া হয় ৷ এবার এই বেলুনের চারপাশ দিয়ে শস্যদানা ঢেলে দিতে হবে। এবার ইঁদুররা যাতে সেই বালতির খাবার পর্যন্ত সহজেই যেতে পারে তার জন্য একটি রেক্লাইনার লাগানো হলো ৷ এখন অপেক্ষা ৷
খাদ্যকণার গন্ধ পেয়ে একে একে সব ইঁদুর হাজির হবে বালতির কাছে ৷ এরপর সব ইঁদুর যখন ওই বেলুনের ওপর চেপে বসবে তখনই ফেটে যাবে বেলুনটি। সঙ্গে সঙ্গে সবগুলো ইঁদুর বালতির পানির মধ্যে পড়ে মারা যাবে।
Post a Comment