ছবিতে আছে ১৬টি প্রাণী, কটি দেখছেন আপনি?

 

DD বাংলা ডেস্ক: কখনো কখনো সবটা চোখের সামনে থাকলেও ধরা পড়ে না। আপনার সামনে যা দেখতে পাচ্ছেন না হয়তো চোখ বন্ধ করে অনেক পরে সেটি চোখে পড়ে! তখন আপনি অবাক হন কেন আগেই এই সহজ জিনিসটা চোখে পড়েনি। বিশেষ করে প্রকৃতি মাঝে মাঝে নানা কিছুকে নিজের সঙ্গে এমনভাবে মিলিয়ে রাখে যে সহজ সরল দৃষ্টিতে তা ধরা পড়ে না।

বেশ কিছু অপটিক্যাল ইলিউশন বা পাজল হয়তো দেখেছেন যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এমনই একটি ধাঁধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা শুধুমাত্র তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষরাই বের করতে পারবেন। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে মানুষ রীতিমতো ঘেঁটে ঘ হয়ে গিয়েছেন।

ভাইরাল ছবিটি একটি জঙ্গলের। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি শেয়াল গাছে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু শুধু শেয়াল নয়, ছবিটিতে লুকিয়ে রয়েছে আরো অন্তত ১৫টি পশু। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও, অনেকেই মনে করেন, ১৮৭২ সালে আমেরিকার কুরিয়ার ও ইভস এই ছবিটি তৈরি করেন। প্রায় ১৫০ বছর পরেও মানুষের মন জয় করে চলেছে ছবিটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে আছে পশুগুলো। তাই সবকটি পশু খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে।

এই ধরনের অপটিক্যাল ইলিউশন কিন্তু নিছক খেলা নয়। এটি আপনার মস্তিষ্কের বিকাশে সাহায্য করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.