মহাকাশ এবার হাতের নাগালে, তাও আবার নীল ছবি দিয়ে
ODD বাংলা ডেস্ক: মহাকাশ এবার হবে নীল ছবির শুটিং। খবরটি পড়ে অবাক লাগলেও ঘটনা সত্যি। আর এই ছবির শুটিংয়ে উদ্যোগী হয়েছে একটি পর্ন ওয়েবসাইট।
তারা বলছে, পর্ন ছবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই তাদের এই পদক্ষেপ।
আর সেই কারণেই শুটিংয়ের জন্য মহাকাশকে বেছে নিয়েছে তারা। লেক্সি লুনা নামে এক অভিনেত্রীকে এই ‘মিশন’-এর জন্য নাকি ইতোমধ্যে বেছেও ফেলা হয়েছে। লেক্সির জন্য এরইমধ্যে তারা টিকিটের তোড়জোড় শুরু করে দিয়েছে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, ওয়েবসাইটটির সিইও একটি সংবাদমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের কাছে যখন মহাকাশে যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হয়েছে। আমরাও চাই মহাকাশে যেতে। এর জন্য আমরা লেক্সি লুনাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
মহাকাশে যাওয়ার শখ ছিল লেক্সির। এই সুযোগে এবার সেই শখ পূর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন তিনি।
Post a Comment