ঘুমানোর সময় মাথা কোন দিকে রাখা উচিত?

ODD বাংলা ডেস্ক: কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত, সে সম্পর্কে হয়তো গুরুজনদের কাছে জেনে থাকবেন। তবে সময় তো পাল্টে গেছে। জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে পৃথিবী। তাই মাথা সঠিক দিকে রেখে ঘুমিয়ে অদৃষ্টকে রোখা যায় না। এ বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা সমেত যুক্তি রয়েছে। কোন দিকে মাথা রেখে ঘুমাবেন? 

চিকিত্‍সকরা জানান, সব সময় একেবারে সমতল জায়গায় শুয়ে ঘুমানো উচিত। কিন্তু তেমন জায়গা পাওয়া মুশকিল। কারণ বাড়ির প্রতিটি ঘরের মেঝে থেকে পানি বের করার জন্য একদিকে ঢাল করা হয়। ঢাল মেঝের ওপর খাট পাতলে তাও সেই দিকেই ঢাল হয়ে যায়।

তাই সবসময় ঢালের যেদিক উঁচু সেই দিকে মাথা দিয়ে শোয়া উচিত। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে চিকিত্‍সকরা বলেন, ঘুমানোর সময় মাথা যদি ঢালের দিকে থাকে তবে ক্রমশ মস্তিষ্কে রক্তের চাপ বাড়তে থাকে। এর ফলে ধীরে ধীরে মস্তিষ্কের ধমনী ফুলে গিয়ে রক্তক্ষরণ বা স্ট্রোক ঘটাতে পারে। হতে পারে পক্ষাঘাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.