আজব রীতি! বিয়ের ৩০ দিন আগে থেকে দিনে এক ঘণ্টা কান্না উৎসব!
ODD বাংলা ডেস্ক: বিয়ে একটি পবিত্র জিনিস। যা দুটি অপরিচিত মানুষকে একটি অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে। দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা সৃষ্টি করে। যে কোনো দেশ, সংস্কৃতি বা যে কোনো ধর্মে বিয়ে খুবই পবিত্র।
আর আমরা সাধারণত বিয়ে বলতে বুঝি সবাই খুব সুন্দরভাবে সেজে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। অনেক আনন্দ আর খাওয়া-দাওয়া হবে। তবে কিছু কিছু দেশে বিয়ের এমন সব রীতি রয়েছে যা তাদের কাছে স্বাভাবিক হলেও অন্যদের কাছে অস্বাভাবিক ও অদ্ভুত মনে হবে।
ঠিক তেমনই একটি অদ্ভুত বিয়ের রীতি দেখা যায় প্রতিবেশী দেশ চীনে। সেখানে বিয়ের আগে পালন করা হয় কান্না উৎসব। বিয়ের এক মাস আগে থেকে শুরু হয় এ উৎসব। আর কান্নায় কনের সঙ্গে যোগ দেয় তারা আত্মীয়-স্বজনরাও।
আমাদের দেশে বিয়ের পর মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ির দিকে রওয়ানা হয় তখন তাদের কাঁদতে দেখা যায়। কিন্তু চীনের তুইজা গোষ্ঠীর মেয়েদের এই কাজটা বিয়ের আগের ঠিক ৩০ দিন ধরে করতে হয়। এই একমাস প্রতিদিন নিয়ম করে কনেরা এক ঘণ্টা করে কাঁদে।
শুধু তাই নয় বিয়ের দিন যতই ঘনিয়ে আসে কান্নার দলের সদস্য সংখ্যা ততই বাড়তে থাকে। তারা বিয়ের ৩০ দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নেয়। বিয়ের ৩০ দিন আগে থেকে বিয়ের কনে প্রতিদিন এক ঘণ্টা করে কান্নাকাটি করা শুরু করে। কনে ১০ দিন কান্নাকাটি করার পর তার সঙ্গে তার মাও যোগ দেয়। আর তার ১০ দিন পরে তার দাদিও তার সঙ্গে যোগ দেয়।
এভাবে করে পরিবারের সব নারী সদস্য যোগদান করে। আর দিনে এক ঘণ্টা করে কান্নাকাটি করে। এটা তাদের কাছে কোনো কষ্টের কান্না নয় বরং এটা হচ্ছে গভীর ভালোবাসা ও খুশির কান্না। আর তারা সবাই গান গাওয়ার মতো সুর করে কান্না করে। যা অন্য দেশের যে কোনো মানুষ শুনলে তারা ভুল করে ভেবে বসতে পারে তারা হয়তো বা গান গাইছে।
Post a Comment