আইনস্টাইন থেকে টোয়েন, বিখ্যাতদের সব মজার ঘটনা
ODD বাংলা ডেস্ক: বিখ্যাত ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের কর্মপরিধি নিয়ে মানুষের আগ্রহ যেমন বেশি, তেমনি তাদের ব্যক্তিজীবন নিয়েও আগ্রহের শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবনের মজার ঘটনা হলে তো কৌতূহল আরও আকাশচুম্ব্বী। তেমনি কয়েকজন বিখ্যাত ব্যক্তির ব্যক্তিগত জীবনে ঘটা মজার ঘটনা জেনে নেওয়া যাক...
স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।
তিনি অবশ্য “মার্ক টোয়েইন” (Mark Twain) ছদ্মনামেই বেশি পরিচিত।
যদিও টোয়েইন আর্থিক আর বাণিজ্য বিষয়ক ব্যাপারে বাধাগ্রস্ত ছিলেন, তা সত্ত্বেও তার রম্যবোধ আর চপলবুদ্ধি ছিল তীক্ষ্ণ, এবং তিনি জনসমক্ষেও ছিলেন ভীষণ জনপ্রিয়। তার বৃহস্পতি যখন তুঙ্গে, তখন সম্ভবত সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই ছিলেন সবচাইতে জনপ্রিয় তারকা। এমনকি মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েইন সম্বন্ধে একথা বলতেও বাকি রাখেননি যে, টোয়েইন ছিলেন "প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক, তার পরের আমরা সকলেই তার উত্তরাধিকারী"।
মার্ক টোয়েন-এর মজার ঘটনা:
১. এক পার্টিতে যখন স্বর্গ আর নরক কেমন তা নিয়ে জোর আলোচনা চলছে তখন মার্ক টোয়েন বসে মদ্যপান করছিলেন। কোনো কথা বলছেন না। তাই দেখে এক তরুণী তার কাছে এসে বলল,‘কী ব্যাপার? আপনি কিছু বলুন। ’
মার্ক টোয়েন বললেন, ‘মাফ করবেন ম্যাডাম, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। কারণ ওই দুটি জায়গায় আমার বিস্তর আত্মীয়স্বজন বেড়াতে এসেছেন!’
২. মার্ক টোয়েন ছিলেন বহুবিবাহবিরোধী। একদিন বহুবিবাহ সমর্থক এক ভদ্রলোকের সঙ্গে তার তুমুল তর্ক বাধল। রাগের মাথায় সেই ভদ্রলোক বললেন, ‘আচ্ছা, এমন একটা মহাপুরুষ দেখান তো যিনি বহুবিবাহের বিরুদ্ধে বলেছেন?’
মার্ক টোয়েন জবাব দিলেন, ‘আরে স্বয়ং যীশুখ্রিস্টই তো বলেছেন- একজন ব্যক্তির পক্ষে দু’জন মনিবের সেবা করা সম্ভব নয়। ’
আলবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
আইনস্টাইনের মজার ঘটনা:
আলবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকেই কম কথা বলতেন। এ জন্য তার মা-বাবা তার মানসিক বিকাশ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। একদিন রাতের খাবার টেবিলে আইনস্টাইন তার নীরবতা ভাঙেন। হঠাৎ বলে উঠেন, 'স্যুপ খুব গরম'। অত্যন্ত স্বস্তি পেয়ে তার মা-বাবা জিজ্ঞাসা করেন, কেন সে আগে একটি কথাও বলেনি। আলবার্ট জবাব দেন, কারণ তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল।
গোয়েন্দা গল্পের বিখ্যাত লেখক আর্থার কোনান ডয়েল:
আর্থার কোনান ডয়েল একবার প্যারিসে গিয়েছিলেন। হোটেলে যাওয়ার জন্য তিনি রেলস্টেশনে একটি ক্যাব ভাড়া করেন। কোনান ডয়েলকে নাম ধরে ডেকে ক্যাবম্যান জিজ্ঞাসা করেন, 'আপনি কোন হোটেলে যেতে চান?'
কোনান খুব অবাক হয়ে যান। 'আপনি আমার নাম জানেন কীভাবে?' ক্যাবম্যানকে জিজ্ঞাসা করেন কোনান। ক্যাবম্যান উত্তর দেন, 'পত্রিকায় পড়েছিলাম আপনি প্যারিসে আসবেন। এরপর আপনার স্যুট দেখে বুঝলাম আপনিই কোনান ডয়েল। '
কোনান ডয়েল ক্যাবম্যানের প্রশংসা করে বলেন, 'আপনি জন্মগতভাবে গোয়েন্দা। ' ক্যাবম্যান বলেন, 'স্যার, আপনাকে ধন্যবাদ। তবে আরেকটি বিষয় আপনাকে চিনতে সাহায্য করেছিল। আপনার সঙ্গে থাকা ব্যাগে আপনার নাম লেখা আছে। '
Post a Comment