যার যত বেশি সন্তান, তার তত বেশি পুরষ্কার!

ODD বাংলা ডেস্ক: আসাম রাজ্য আগে শুনেছি দুই সন্তানের বেশি সন্তান হলে চাকরি চলে যায় এমন কথা। তবে এবার পুরো উল্টো পথে হাঁটছে মিজোরাম রাজ্য। ওই রাজ্যের ক্রীড়া-মন্ত্রী রবার্ট মাইয়া রয়তে জানিয়েছেন, তার আসনে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে এক লাখ রুপি পুরষ্কার দেয়া হবে! 

আর এই ঘোষণাটি দিয়েছেন মিজোরামের ক্রীড়া-মন্ত্রী। তিনি আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই আসনে যে পরিবারের সন্তান সংখ্যা সবচেয়ে বেশি থাকবে তাদের তিনি পুরষ্কার দেয়া হবে বলে জানিয়েছেন। তবে সেই সন্তান সংখ্যা সর্বাধিক কত হতে পারে, সে সম্পর্কে কিছুই জানাননি তিনি।

ক্রীড়া-মন্ত্রী রবার্ট কেন এমন অদ্ভুত ঘোষণা করেন। আসলে পুরো দেশের বিবেচনায় মিজোরামের জনসংখ্যার ঘনত্ব একেবারেই আলাদা। পুরো ভারতে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন বাস করে। সেখানে মিজোরামের জনসংখ্যার ঘনত্ব মাত্র ৫২ জন!

মিজোরাম প্রেসবিটেরিয়ান গির্জা ইতিমধ্যে জন্মনিয়ন্ত্রণ নীতির বিরোধিতা করে তাকে ‘ঈশ্বরবিরোধী’ আখ্যা দিয়েছে। দক্ষিণ মিজোরামের ব্যাপটিস্ট গির্জা চতুর্থ সন্তানের জন্ম হলে চার হাজার ও পঞ্চম সন্তান জন্মালে বাবা-মাকে পাঁচ হাজার টাকা নগদ পুরষ্কার দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.