সঙ্গমের সময় চুমু খাচ্ছেন? মারাত্মক ভুল করছেন
ODD বাংলা ডেস্ক: যৌন সঙ্গমকালে স্ত্রীকে চুমু না খাওয়ার পরামর্শ দিয়েছেন কানাডার প্রধান মেডিকেলের চিকিৎসকরা। সেই সঙ্গে মাস্ক পরারও পরামর্শ দেন তারা।
যদিও তিনি মনে করেন, প্যান্ডেমিক–কালে যৌনতায় আত্মনির্ভর হওয়াই নিরাপদ!
ডা. টেরেসা ট্যাম জানালেন, পুরুষদের বীর্য বা নারীদের যোনি তরল থেকে কোভিড–১৯ সংক্রমণের সম্ভাবনা অনেকটা কম।
তবে হ্যাঁ, নতুন সঙ্গীর সঙ্গে যৌন ক্রিয়াকলাপে সম্ভাবনা বেড়ে যেতে পারে। বিশেষ করে যদি চুম্বনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শ যদি তৈরি হয়। যদি এই মহামারীর সময়ে ঘনিষ্ঠ হওয়াটা খুব জরুরি হয়ে পড়ে তবে কিছু জিনিস তো মাথায় রাখতেই হবে। তবে আপনি সুখও পাবেন আবার সংক্রমণের চিন্তাও কমবে।
প্রথম পদক্ষেপ, মাস্ক পরা।
দ্বিতীয়, চুমু না খাওয়া।
তৃতীয়, মুখোমুখি ঘনিষ্ঠতা কম হলে ভালো।
চতুর্থত, সঙ্গমের ক’দিন পর্যন্ত খেয়াল রাখবেন কারওর কোনও উপসর্গ দেখা দিয়েছে কিনা।
শেষেরটি খুব জরুরি। চেষ্টা করুন একেবারে নতুন সঙ্গীর সংস্পর্শে না আসতে। আর সব থেকে ভালো উপায় যদি নিজের যৌন চাহিদা কেবল নিজের সাহায্যের মেটাতে পারেন।
সেটাই সবথেকে সুরক্ষিত এই সময়ে। যৌন স্বাস্থ্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এতে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। তাই টেরেসার পরামর্শ, যতটা সম্ভব সুরক্ষিত থেকে যৌন সম্পর্কে লিপ্ত হোন।
Post a Comment