মধ্যবিত্তের বোঝা কমাতে দাম কমছে পেট্রলের


ODD বাংলা ডেস্ক: অবশেষে সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল। পেট্রল-ডিজেলের উপর থেকে কেন্দ্র এক্সাইজ ডিউটি কমাতেই কমছে জ্বালানীর দাম। জানা যাচ্ছে, পেট্রলের উপর থেকে ৮ টাকা ও ডিজেলের উপর থেকে ৬ টাকা এক্সাইজ ডিউটি কম করল কেন্দ্র। ফলে অনেকটা দাম কমবে জ্বালানির।

জানা যাচ্ছে, এক্সাইজ ডিউটি কমানোর ফলে লিটার পিছু পেট্রল সস্তা হবে সাড়ে ৯ টাকা। অন্যদিকে সস্তা হবে ডিজেলও। প্রতি লিটার পিছু ডিজেলের দাম কমবে প্রায় ৬ টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এর ফলে প্রায় ৯ কোটি গ্রাহকের মুখে হাসি ফুটবে।

কেন্দ্র জ্বালানির উপর এক্সাইজ ডিউটি কমাতেই দাম কমাতেই এবার শহর কলকাতাতেও কমবে দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম এদিন ছিল ১১৫.১২ টাকা। সেই দাম কমে এবার এসে দাঁড়াবে ১০৫.৬২ টাকায়। একই ভাবে ডিজেলের দাম কলকাতায় ছিল ৯৯.৮৩ টাকা। এক্সাইজ ডিউটি কম করায় নতুন দাম হবে ৯২.৮৩ টাকা। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে উজ্জ্বলা যোজনার গ্য়াস সিলিন্ডারেও ভর্তুকি সিলিন্ডার দেওয়া হবে। সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.