ফের দাম বাড়ল রান্নার গ্যাসের! ১ মে থেকেই নতুন দাম কার্যকর


ODD বাংলা ডেস্ক:
ফের রান্নার এলপিজির দাম বাড়ল। প্রথমবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আঁচ পড়েছিল ১ মার্চ। এবার ১ মে। এলপিজি (lpg) গ্রাহকদের বোঝা ১০০ টাকার বেশি বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির (oil marketing companies) তরফে শনিবার গভীর রাত থেকেউই এলপিজির দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে ফের একবার কোপ বাণিজ্যিক গ্রাহকদের ওপরে। সিলিন্ডার (cylinder) পিছু ১০৩.৫০ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতায় (Kolkata)। 

১ মে থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২৪৫৫ টাকা। গত মাসে অর্থাৎ ১ এপ্রিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫০ টাকা করে। ওই দাম বৃদ্ধির পরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২৫৩ টাকা। ঠিক একবছর আগে ১ মে ২০২১-এ কলকাতায় ১৯ কেডির বাণিজ্যিক এলপিডি সিলিন্ডারের দাম ছিল ১৬৬৭.৫০ টাকা। 

এই দফায় গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। ১ মার্চ গার্হস্থ সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছিল শেষবার। সেই সময় সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৫০ টাকা করে বৃদ্ধি হয়েছিল। এই মুহূর্তে কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের মূল্য ৯৭৬ টাকা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.