ভারতে করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, WHO-এর তথ্যে গড়মিল খুঁজে দিল কেন্দ্র


ODD বাংলা ডেস্ক: করোনা মহামারিতে মৃতের সংখ্যা নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তাদের হিসাবে, মহামারিতে বিশ্বে প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে।আর বিশ্বের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে

WHO-র হিসাবে, বিশ্বে দুই বছরে স্বাভাবিকভাবে যত মৃত্যু হওয়ার কথা, করোনা মহামারির কারণে তার চেয়ে ১৩ শতাংশ বেশি মৃত্যু হয়েছে। তারা আরও জানায়, করোনায় বিশ্বজুড়ে ৫৪ লাখ মৃতের তথ্য নথিবদ্ধ হয়েছে, অথচ প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

WHO জানায়, ভারতে করোনায় ৪৭ লাখ লোক মারা গেছে, যা গোটা বিশ্বে মৃতের সংখ্যার এক-তৃতীয়াংশ। আর ভারতে সরকারি পরিসংখ্যানে যত মৃত্যুর কথা বলা হয়েছে, প্রকৃত সংখ্যা তার ১০ গুণ।ভারত সরকার অবশ্য WHOর গণনাপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বলেছে, সংস্থাটির গণনাপদ্ধতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি

এলাকাভিত্তিক মৃতের সংখ্যা মহামারির আগে কত ছিল এবং মহামারিকালে কত হয়েছে, তার তুলনামূলক চিত্র তুলে ধরেছে ডাব্লিউএইচও। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি, বরং মহামারিকালে অন্যান্য সংকট, হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে মারা যাওয়ার মতো বিষয়গুলোও গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার করোনায় মৃত্যুর প্রকৃত রেকর্ড রাখতে না পারার ইস্যুটিও বিবেচনায় নেওয়া হয়েছে।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। হু যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছে,তা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক বলে দাবি করেছে কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.