করোনায় বাড়ছে মৃতের সংখ্যা, কোন দিকে মোড় নেবে করোনার স্রোত


ODD বাংলা ডেস্ক: ফের দেশে বাড়ছে করোনা আতঙ্ক। সংক্রমণ সেভাবে না বাড়লেও, ক্রমশ বাড়ছে মৃত্যু। সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৬৫ জনের। যা নিয়ে এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ২৪ হাজার ৪১৩। কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, বর্তমানে দেশের অ্যাকটিভ কোভিড কেস ১৪ হাজার ৯৫৫।

শনিবারের হিসেব বলছে, মুম্বইয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮। কোনও মৃত্যু নেই ওই শহরে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৭।দিল্লিতে ৪৭৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক জনের। তবে বাংলার পরিস্থিতি কিছুটা ভালো। গত ১৫ দিন পশ্চিমবঙ্গে করোনার জেরে কোনও মৃত্যু নেই। শনিবারের সান্ধ্য বুলেটিন অনুযায়ী, ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে।

এদিকে করোনার পাশাপাশি বাড়ছে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবারই WHO -এর তরফ থেকে বিশ্বকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্বজুড়ে হু হু করে ছড়িয়ে পড়তে পারে মাঙ্গিপক্স। যেসব দেশে ওই ভাইরাস এখনও থাবা বসায়নি, খুব শীঘ্রই সেই দেশগুলিতেও ছড়িয়ে পড়তে পারে এই অসুখ। রবিবার বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.