ঘূর্ণিঝড় অশনি নিয়ে বড় আপডেট, জেনে নিন বিস্তারিত...


ODD বাংলা ডেস্ক: সাইক্লোন নিয়ে আবহাওয়া দফতরের সাম্প্রতিক আপডেট সামনে এল, যেখানে বলা হয়েছে, 'অশনি' নামে যে ঘূর্ণিঝড় আসার কথা, সেটি আদৌ স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। আবহবিদ সুজীব কর জানিয়েছেন, ঘূর্ণিঝড় তৈরি হলেও তা সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে তার ল্যান্ডফল হবে না।

সাইক্লোন প্রসঙ্গে IMD-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে এই ঝড়ট। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়। গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।''

জানা গিয়েছে, সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।'' তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় হয়ত সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে। ফলে আর ল্যান্ডফল হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.