অশনি: মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে


ODD বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় মঙ্গলবার থেকে হালকা ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং পুরী থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে।

মঙ্গলবার সন্ধে থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য উড়িষ্যার তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে।

আগে বলা হয়েছিল, অশনির প্রভাব উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ ছাড়া পশ্চিমবঙ্গে পড়বে না। তবে পরে আবহাওয়া অফিস জানাল, পশ্চিমবঙ্গে দুইদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.