ফিরবে আমফানের স্মৃতি? চলতি মাসেই বঙ্গোপসাগলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: গ্রীষ্মের দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষা সার্থক। শনিবারের ঝড়বৃষ্টি খানিকটা হলেও শান্ত করেছে কলকাতাবাসীকে। ইতিমধ্যে রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এরই মধ্যে মে-র মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়,যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন অনেকে।

পূর্বাভাস বলছে, আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই ঘূর্ণাবর্ত। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮ – ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে ক্রমশ শক্তি বাড়াবে ঘূর্ণাবর্তটি। নিম্নচাপ, সুস্পষ্ট নিন্মচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।

ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার বড়সড় সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। প্রসঙ্গত, মে মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার অভিজ্ঞতা খুব সুখের নয়। আয়লা, আমফান, আঘাত হেনেছিল এই মে মাসেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.