শুক্রাণুদানে বিপত্তি, খুঁজে পাচ্ছেন না জীবনসঙ্গী!
ODD বাংলা ডেস্ক: ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কাইল কর্ডির (স্পার্ম ডোনার) শুক্রাণুতে জন্ম হয়েছে ৪৭ শিশুর, পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আরও ১০।
আট বছর ধরে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ইদানিং জীবনসঙ্গী খুঁজতে গিয়েই বিপত্তি বেঁধেছে, কারণ শুক্রাণু দানের খবর জেনে কোনো মেয়েই এখন কাইলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হচ্ছে না।
তবে এনিয়ে আক্ষেপ থাকলেও এই কাজকে ছোট করতে রাজি নন কাইল।
আট বছর আগে নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুক্রাণু দানের কথা ঘোষণা করেছিলেন কাইল।
দান মানে দান, অর্থাৎ কিনা বিনামূল্যের পরিষেবা। এরপর থেকে বহুবার ডাক পড়েছে তার।
কাইল জানান, এ পর্যন্ত অন্তত এক হাজার নারী তার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এদের কেউই তার সঙ্গে সম্পর্কে আগ্রহী নন। সবাই সন্তান জন্মদানের জন্য তার শুক্রাণু পেতে চান।
যদিও কাইল এবার নিজের সংসার পাততে আগ্রহী। ‘প্রিয়জন’কে খুঁজছেন তিনি।
এই মুহূর্তে ‘স্পার্ম ডোনেশন ওয়ার্ল্ড ট্যুর’ এ বেরিয়েছেন তিনি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার সন্তানদের সঙ্গে দেখা করছেন।
কাইল বলেন, “অনেক নারী আমার সাহায্যে সন্তান সুখ পেয়েছেন। এটা ভাবতে দারুণ লাগে। এই কাজে আমি যে আনন্দ পাই, তা বিশ্বের অন্যতম সেরা অনুভূতি। আমি নিয়মিত শিশুদের ছবি পাই। তারা ভালো আছে জেনে দারুণ লাগে।”
Post a Comment