রেকর্ড! গত ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল,২০২২
ODD বাংলা ডেস্ক: গত ৭২ বছরের মধ্যে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল প্রত্যক্ষ করল দিল্লিবাসী। মাসিক, গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস-সহ কিছু অংশে চলেছে তীব্র তাপপ্রবাহ।
গত ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিলে দিল্লিতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস,যা গত ১২ বছরের মধ্যে দিল্লিতে এপ্রিল মাসে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল৷ আবহাওয়া দফতর একটি "কমলা" সতর্কতা জারি করেছে, দিল্লির অনেক অংশে তীব্র তাপপ্রবাহের জন্য মানুষকে সতর্ক করেছে।
তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট সারা ভারত জুড়ে তাপপ্রবাহে নিশ্চিহ্ন হয়ে যাওয়া লক্ষাধিক লোকের দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষজ্ঞরা গ্রীষ্মের বাড়তে তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
অস্বাভাবিকভাবে উত্তপ্ত মার্চ এবং এপ্রিলে বিদ্যুতের চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং যা কয়লার ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে!
অনেক অঞ্চলে জলের সরবরাহ কমে যাওয়ার কথাও বলা হয়েছে যা জুন এবং জুলাই মাসে বার্ষিক বর্ষা না হওয়া পর্যন্ত আরও খারাপ দিকে এগোতে পারে। গরমের জেরে স্কুলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে বা কোথায় স্কুলের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে আজ অবধি ভারতে তাপপ্রবাহের কারণে ৬,৫০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন।
Post a Comment